শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারি » নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

জেলা পুলিশের উদ্যোগে আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সহ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সভায় জানানো হয়, এবছর নওগাঁ জেলায় মোট ৮২৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গৃহিত হয়। বিশেষত, শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক জ্যাম রোধ, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গাজীউর রহমান, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কায়েস উদ্দিন, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাশ চন্দ্র মজুমদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, নওগাঁ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক পুলক সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৭:১৫   ৪৯ বার পঠিত