গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
আজ শনিবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে শতাব্দীর এই মহানায়কের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে অতল শ্রদ্ধা জানান ।
পরে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি হৃদয়ের গভীর থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন ।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ, দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় ।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর উপমন্ত্রী এনামুল হক শামীম ‘কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৫২ ৪০ বার পঠিত