চট্টগ্রামের সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তোফায়েল আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সাতকানিয়া উপজেলার মাস্টারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফায়েলের বাড়ি একই উপজেলার দক্ষিণ চরতী এলাকায়। তার বাবার নাম নজু মিয়া।
র্যাব জানায়, ২০০৪ সালের ২৯ মে উপজেলার চরতী এলাকার বাসিন্দা নুরুল আলমকে তার বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই সাতকানিয়া থানায় তোফায়েলসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বিচারিকপ্রক্রিয়া শেষে মামলাটিতে পলাতক অবস্থায় তোফায়েলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মামলাটিতে শুরু থেকে পলাতক ছিলেন আসামি তোফায়েল। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র্যাব। ১৯ বছর পলাতক থাকার পর একপর্যায়ে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:৪৩ ৪৯ বার পঠিত