রবিবার, ১৪ মে ২০২৩

কার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর?

প্রথম পাতা » ছবি গ্যালারি » কার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর?
রবিবার, ১৪ মে ২০২৩



কার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর?

দেশের সংবাদমাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খান জানান, বর্তমানে বুবলীর সঙ্গে শাকিবের কোনো সম্পর্ক নেই। এ খবর প্রকাশের পরই তার প্রতিবাদ হিসেবে বুবলী তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন। শাকিব-বুবলীর এই ঝামেলার আগুনে আবার ঘি ঢেলে দেন খলনায়ক খ্যাত ডিপজলের বক্তব্য। সে বক্তব্যের রেশ ধরে বুবলী আবারও ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন।

এ ঘটনার সূত্রপাত, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বুবলী প্রসঙ্গে শাকিবের মন্তব্যকে ঘিরে। সংবাদমাধ্যমে শাকিব জানান, বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না শাকিব খান। ব্যক্তিজীবনেও তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।

এই বক্তব্যের প্রতিবাদ হিসেবে বুবলী তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে বুবলী দাবি করেন, শাকিবের সঙ্গে তার এখনও সম্পর্ক রয়েছে। কারণ আইনত এখনও তাদের ডিভোর্স হয়নি।

দেশে শাকিব-বুবলী বিতর্ক যখন চলছে ঠিক সেই মুহূর্তে মনোয়ার হোসেন ডিপজল জানান, তার ছবি কোটি টাকার কাবিনে অভিনয়ের পর থেকেই ঢালিউডে একাই রাজত্ব করছেন শাকিব। অনেক অর্থও আছে তার। তাই একাধিক স্ত্রীর খরচ চালানোর সামর্থ্য আছে শাকিবের।

এমন মন্তব্যে রেশ ধরে ডিপজল আরও জানান, মুসলিম রীতি অনুযায়ী শাকিব ৪টি বিয়ে করতে পারে। তাই শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করাই ভালো।

ডিপজলের এমন মন্তব্যের পরেই বুবলী তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সে পোস্টে স্পষ্ট করে ডিপজলের মন্তব্যের পালটা জবাব দেননি। বরং জানিয়েছেন নিজের অভিমতকে।

শাড়ি পরে সেজেগুজে গাছের ঢাল ধরে দাঁড়িয়ে বেশকিছু ছবি পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, খুশি আমাদের নিজেদের ওপরই নির্ভর করে।

আজ রোববার ( ১৪ মে) মা দিবসেও নিজের মা ও ছেলেকে নিয়ে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে জানিয়েছেন, সব মায়ের প্রতি ভালোবাসাও। হঠাৎ ফেসবুকে কাকে নিয়মিত উত্তর দিচ্ছেন বুবলী, তা অবশ্য ধোঁয়াশা হয়েই রয়ে গেছে নেটিজেনদের কাছে।

বাংলাদেশ সময়: ১১:০২:২৪   ৭৬ বার পঠিত