বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

শিরোপা খোয়াল মেসিবিহীন মায়ামি

প্রথম পাতা » খেলা » শিরোপা খোয়াল মেসিবিহীন মায়ামি
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



শিরোপা খোয়াল মেসিবিহীন মায়ামি

আগেই জানা গিয়েছিল, ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবেন না লিওনেল মেসি। মূলত মাংসপেশিতে চোটের কারণে এই ম্যাচে খেলেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হয়ে ঠিকই দলের হারটা দেখেছেন তিনি।

এদিন ফাইনালে মেসি ও জর্দি আলবাকে ছাড়াই নেমেছিল ইন্টার মায়ামি। আর এতে ফল হার। ফাইনালে হিউস্টন ডায়নামোর কাছে ২-১ গোলে হেরেছে মেসির দল। এর ২০১৮ সালের পর আবারও দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন কাপ জিতল হিউস্টন ডায়নামো।

এদিন কালো রঙের শার্ট ও জিনস পড়ে স্টেডিয়ামে ঢোকেন মেসি। দর্শকদের অভিবাদনের হাতও নেড়েছেন। এদিন মায়ামির সহ-মালিক ডেভিড বেকহামের সঙ্গে পুনর্মিলনী ছিল তার রিয়াল মাদ্রিদের সতীর্থ জিদানের। ‘গ্যালাকটিকোস’ যুগে রিয়ালে সতীর্থ ছিলেন তারা। এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও গ্যালারিতে উপস্থিত ছিলেন।

ফাইনালের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের ২৪তম মিনিটে গোল করেন হিউস্টনের গ্রিফিন ডোরসে। এর মিনিট নয়েক পর পেনাল্টি থেকে হিউস্টনকে দ্বিতীয় গোলটি এনে দেন আমিন ব্যাসি। তবে ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মায়ামি।

বাংলাদেশ সময়: ১৭:১৭:২৯   ৫৮ বার পঠিত