“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুতে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামসুন নাহার, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া।
আলোচনা সভায় বক্তারা অবাধ তথ্য প্রবাহের এই যুগে তথ্যকে ইতিবাচকভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪১:১৩ ৪১ বার পঠিত