চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১১

প্রথম পাতা » চট্রগ্রাম » চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১১
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১১

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানার নিউমার্কেট ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি টিপ ছোরা জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, ইয়াসিন আরাফাত (২২), মো. মাসুদ (৩২), আমিনুল ইসলাম (২০), মামুনুল ইসলাম (২২), মাঈন উদ্দিন (৩৫), ইয়াছিন হোসেন রবিন (২২), মো. সাগর (২২), জাহিদ হোসেন (২৫), মো. সোহাগ (২৫), মো. শাকিল (২৪) ও মো. ওয়াসিম (২৪)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পৃথক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৮   ৮৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে ফের মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
পার্বত্য এলাকার মানুষদের সমস্যাগুলো সমাধান করার তাগিদ - পার্বত্য উপদেষ্টা
বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য উপদেষ্টা
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার
বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক



আর্কাইভ