বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোন আবেদন আসেনি : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্রগ্রাম » বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোন আবেদন আসেনি : আইনমন্ত্রী
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোন আবেদন আসেনি : আইনমন্ত্রী

বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, এমপি।
তিনি বলেছেন, তার বিদেশ যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেখান থেকে তারা আমাদের কাছে মতামত চাইবে।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, খালেদা জিয়া দন্ডাদেশপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতা ও মহানুভবতায় তিনি এখন মুক্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন।
বিএনপির হরতাল কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে তার নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. আনিসুল হক, এমপি । সেখান থেকে তিনি সড়কপথে কসবায় যান। সেখানে তিনি একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২০   ৭৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে ‘বৈসাবি’ উৎসব শুরু
অন্তর্বর্তী সরকার বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করে যাবে: আইন উপদেষ্টা
রেলওয়ের হাসপাতালগুলোতে সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেয়া হবে : উপদেষ্টা ফাওজুল কবির
পাহাড়ে নববর্ষ ও চৈত্র সংক্রান্তির সাতরঙা উৎসব
লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে



আর্কাইভ