ইনিংসের শুরুতেই মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত খালেদ আহমেদের বোলিং তোপে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। তবে মিডল অর্ডারে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল জুটিতে শুরুর সেই বিপর্যয়ে কাটিয়ে লড়াই করছে কিউইরা। চতুর্থ উইকেটে তাদের হার না মানা জুটিতে দলিয় ১০০ পেরোল সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ৫০ রান এসেছিল ৭১ বলে, পরের ৫০ এল ৫০ বলেই।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বল হাতে নেমে ইনিংসের শুরু থেকেই কিউই ব্যাটারদের সামনে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ইনিংসের তৃতীয় ওভারেই সফলতার দেখা পান মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক বাউন্সারে নিউজিল্যান্ডের উইল ইয়ংকে ধরাশায়ী করেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচে ফিফটি হাঁকানো এই ব্যাটারকে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে এবার রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন।
এরপর নিজের পরের ওভারেই আরেক ওপেনার ফিন অ্যালেনকে সাজঘরের পথ দেখিয়ে দেন ফিজ। এবার তার বলে ক্যাচ নেন সৌম্য সরকার। বিদায়ের আগে ১৫ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেন এই ব্যাটার।
ইনিংসের অষ্টম ওভারে বল হাতে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। অভিষেকের ওভারের পঞ্চম বলেই উইকেটের দেখা মেলে এই পেসারের। ১৪ রান করা চাঁদ বোজকে মাঠ ছাড়া করে অভিষেক রাঙান এই পেসার। আর তাতেই প্রথম পাওয়ার প্লেতেই তিন টপ অর্ডারকে হারায় নিউজিল্যান্ড।
দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়েই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল জুটিতে শুরুর সেই বিপর্যয়ে কাটিয়ে উঠেছে কিউইরা। এতে ২১তম ওভারে দলীয় সংগ্রহ সেঞ্চুরির পেরোয় সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। নিকোলস ৩৮ ও ব্লান্ডেল ৩৭ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ সময়: ১৬:০১:২৯ ৪০ বার পঠিত