আর্জেন্টিনার জালে জাপানের গোল উৎসব

প্রথম পাতা » খেলা » আর্জেন্টিনার জালে জাপানের গোল উৎসব
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



আর্জেন্টিনার জালে জাপানের গোল উৎসব

আন্তর্জাতিক অঙ্গনে জাপানের মেয়েরা কতটা শক্তিশালী তার প্রমাণ পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলবেসেলেস্তিয়ানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে জাপানি মেয়েরা।

আর্জেন্টিনার জালে দুই হালি গোল ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেছে জাপান।

আন্তর্জাতিক ফুটবলে খুব একটা শক্তিশালি দল নয় আর্জেন্টিনা। আর দুর্বল প্রতিপক্ষ পেয়ে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার ঝালটাই যেন আর্জেন্টিনার ওপর উঠাল জাপানি মেয়েরা।

দাপট দেখিয়েই ম্যাচের দ্বিতীয় মিনিটেই তানাকার গোলে এগিয়ে যায় জাপান। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া।

ম্যাচের ২৫ তম মিনিটে তাকাহাশি গোল করে জাপানকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।

এরপর ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। আর যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানিরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫২   ৩৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ