ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। এর আগে থানা পুলিশের ২৪ ঘণ্টা বিশেষ অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাই শিমুল এলাকায় আসামি জাহাঙ্গীর খন্দকারের বসত ঘরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর খন্দকারকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল (মধ্যপাড়া) এলাকার মৃত নুরুল হক খন্দকারের ছেলে মো. জাহাঙ্গীর খন্দকার (৫৫)।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ওই আসামিকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৪ ৪৬ বার পঠিত