ময়মনসিংহ থেকে অপহৃত মাদরাসাছাত্রী টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » ময়মনসিংহ থেকে অপহৃত মাদরাসাছাত্রী টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



ময়মনসিংহ থেকে অপহৃত মাদরাসাছাত্রী টঙ্গী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ধোবাউড়া থেকে অপহৃত ১৫ বছর বয়সী মাদরাসাছাত্রীকে টঙ্গীর গাজীপুরা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মো. সেলিম মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর পোড়াবাড়ি ইউনিট। সেলিম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কৃষ্ণপুর গামারীতলা গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকা থেকে ভিকটিম উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১-এর স্পেশালাইজড কম্পানি পোড়াবাড়ির কম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (পদাতিক) কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, চলতি বছরের ৩০ আগস্ট সকাল ৯টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাঘমারা এলাকার রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করা হয়। এই ঘটনায় ভিকটিমের বড় বোন আছিয়া খাতুন বাদী হয়ে সেলিমকে প্রধান আসামি ও দুই বা তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিকটিম উদ্ধারের চেষ্টা চালায়।

র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১-এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (পদাতিক)-এর নেতৃত্বে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ এলাকার সাতাইশ পশ্চিমপাড়ার খন্দকার আসলামের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মামলার প্রধান আসামি মূল অপহরণকারী সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:২০:৫১   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ