চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রথম পাতা » চট্রগ্রাম » চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ছাদিকুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহসীন আলম জানান, উপপরিদর্শক কামাল উদ্দিন একদল পুলিশ নিয়ে বাবুরহাট এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে সেখানে অবস্থান করছিলেন।
ভোর ৪টার দিকে আটক ছাদিকুর রহমান একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে থাকলে তা পুলিশের নজরে পড়ে। এসময় তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার ব্যাগের ছোট হলুদ রঙের ৫০টি প্যাকে মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সজীব জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বাড়ি চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী এলাকায়।
তার বাবার নাম বজলুর রহমান। চাঁদপুরে এখন পর্যন্ত ইয়াবার সর্বোচ্চ চালান উদ্ধারের ঘটনায় এটিই প্রথম।

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ছাদিকুর রহমানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৫৬   ৪০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ