আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা অখিল মিশ্রা মারা গেছেন। বলিউডের জনপ্রিয় এই ছবিতে লাইব্রেরিয়ান দুবে চরিত্র অভিনয় করে পরিচিতি পান তিনি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অখিল মিশ্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অখিলের স্ত্রী অভিনেত্রী সুজান বার্নার্ট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাসায় রান্না ঘরে কিছু একটা করতে গিয়েছিলেন অখিল মিশ্রা। সেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা যান অখিল মিশ্রা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অখিল যখন দুর্ঘটনার শিকার হন, তখন বাসায় ছিলেন না তার স্ত্রী সুজান। তিনি হায়দরাবাদে শুটিং করছিলেন। খবর পেয়ে দ্রুত ফিরে আসেন তিনি। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সুজান।
অখিল মিশ্রার মরদেহ পোস্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কবে, কখন এ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬:২২:৪৯ ৪১ বার পঠিত