ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

নারায়ণঞ্জের ফতুল্লায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাকেসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মোস্তফা কামাল (৩৮) ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো. ইসরাফিল মিয়ার ছেলে ও তার সহযোগী মো. সোহেল রানা (১৮)। বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুড়াহার মণ্ডলপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে।

র‍্যাবজানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

র‍্যাব আরো জানায়, রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫১   ৬০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ