গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



গাজা-পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (২০ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহতদের নাম এখনও জানা যায়নি। ইসরায়েলি এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ইউসুফ সালেম রাদওয়ান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাজার খান ইউনিসের পূর্বে তাকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, গাজা, জেনিন এবং অন্যান্য শহরগুলোতে চলমান ইসরায়েলি আগ্রাসন সমগ্র অঞ্চলে সহিংসতা এবং উত্তেজনা বয়ে নিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১৭   ৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ