নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের অফিস কক্ষে এই সাক্ষাৎ করেন তারা। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহ সভাপতি শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও কার্যকরী সদস্য বিশাল আহম্মেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন ও কার্যকরী সদস্য আমির হোসেন।
বাংলাদেশ সময়: ২৩:২২:২১ ৪৪ বার পঠিত