বন্দরে ইয়াবাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » বন্দরে ইয়াবাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



বন্দরে ইয়াবাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

বন্দরে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা কেরানীগঞ্জ এলাকার হাসান মাল (৩৫) নামে মাদক ব্যসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (১৮ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত রোববার (১৭ সেপ্টম্বর) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরে সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসান মাল মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার লাখারন এলাকার মুকুল মালের ছেলে। বর্তমানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ঢাকা কেরানীগঞ্জ এলাকার চড়াইল মাঠের পাশে বসবাস করে আসছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(৯)২৩।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ তহিদুজ্জামান জানান, গত রোববার রাত ৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ পুলিশ বক্সের সামনে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরে সামনে অভিযান চালিয়ে ১৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হাসান মালকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৩   ৬০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ