নির্বাচন বানচাল করার চেষ্টা করলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে দুপুরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, যারা লংমার্চ রোডমার্চ করেন তারা একাত্তরের ঘাতকদের সন্তান।
বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনা করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা বাংলাদেশের বিরুদ্ধেই অপপ্রচার করছে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, আদালতে না গিয়ে তারেক জিয়ার ফর্মূলায় বেগম খালেদা জিয়াকে মাইনাস করা বিএনপির উদ্দেশ্য।
নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার পাশাপাশি ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আওয়ামী লীগের এ নেতা বলেন, তেল ও পানিতে যেমন মিশে না তেমনি বিএনপি-জামায়াতের সাথে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব না। ২০১৩ সালে হেফাজতের তাণ্ডব রক্তপাতহীনভাবে সরকার মোকাবিলা করেছে। একটি সাধারণ ডায়েরিও হয় নাই। অধিকার নামে সংগঠন মিথ্যা প্রচার চালিয়েছে। আদালতে মিথ্যাচারের বিচার হয়েছে। আদালতের বিরুদ্ধে একদল লোক দাঁড়িয়েছেন।
দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। ষড়যন্ত্র করছে অনিবার্চিত সরকার আনার। তারা আবার পেছনের দিকে দেশকে নিয়ে যেতে চায়। নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে এ কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করলে বিএনপি পালাবার পথ পাবে না। নতুন প্রজন্ম জেগে উঠেছে; নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি ষড়যন্ত্র রুখে দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৩ ৫৪ বার পঠিত