পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় মিলল ৫ কেজি আইস

প্রথম পাতা » চট্রগ্রাম » পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় মিলল ৫ কেজি আইস
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় মিলল ৫ কেজি আইস

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি চালিয়ে পাঁচ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া মির্জাজোড়া এলাকায় অভিযান চালিয়ে ওই আইস উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, গোপন খবর পেয়ে রোববার মধ্যরাতে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাদিরপাড়া মির্জা জোড়া নামক এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে কাঠের নৌকা নিয়ে দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। এতে নৌকাটিকে থামার জন্য নির্দেশ দিলে সন্দেহজনক লোকজন নদীতে লাফ দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যান।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এ সময় নৌকাটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির ওই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২২   ৪০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২



আর্কাইভ