জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবুজ সামাজিক সংলাপ জরুরী : মুজিবুল হক এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারি » জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবুজ সামাজিক সংলাপ জরুরী : মুজিবুল হক এমপি
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবুজ সামাজিক সংলাপ জরুরী : মুজিবুল হক এমপি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ত্রিপক্ষীয় সবুজ সামাজিক সংলাপ জরুরী।
আজ রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে ট্রেড ইউনিয়নের সবুজ সামাজিক সংলাপ’ শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর উদ্যোগে ও জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেডের সহযোগিতায় অনুষ্ঠিত গাজীপুর-টঙ্গী এলাকায় কর্মক্ষেত্রের বাইরে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য পরিবেশ জলবায়ু বিষয়ক একটি কর্মসূচির ওপর এই সংলাপ অনুষ্ঠিত হয়।
বিলসের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা ইউসুফ আল মামুন। গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশের তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে আগামী ১ দশকে শ্রম সরবরাহ চেইনে শ্রমিকের সংখ্যা শতকরা ১৬ ভাগ কমে যাবে।
অনুষ্ঠানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসূমহের নেতৃবৃন্দ জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও মিডিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল কালাম আজাদ ও সাকিল আখতার চৌধুরী, নইমুল আহসান জুয়েল, মোঃ নুরুল আমিন, কুতুবউদ্দিন আহমেদ, জিআইজেডের সিনিয়র উপদেষ্টা সারওয়াত আহমেদ ও উপদেষ্টা স্টিফেন সিজেল, আন্তর্জাতিক জলবায়ু অর্থ বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির, নাজমা ইয়াসমিন, শামীম আরা প্রমুখ।
তৈরি পোশাক শিল্প থেকে এক শতাংশ ক্লাইমেট লেভী প্রদানের উপর জোর দিয়ে নেতৃবৃন্দ বলেন, এই অর্থ থেকে ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড তৈরি করা সম্ভব হবে যা থেকে শ্রমিকরা উপকৃত হবেন। এছাড়াও প্রোডাক্টিভিটি রিস্ক ইন্সুরেন্স এর ওপরও জোর দিয়ে বক্তারা আগামী নির্বাচনী মেনিফেস্টোতে পরিবেশ রক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবী জানান। তারা সামাজিক সংলাপে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনসহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫৭   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ
সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া



আর্কাইভ