রোনালদো-মানের গোলে আল-নাসরের জয়

প্রথম পাতা » খেলা » রোনালদো-মানের গোলে আল-নাসরের জয়
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



রোনালদো-মানের গোলে আল-নাসরের জয়

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ৬ ফুটবলারের গোল পাওয়ার সেই ম্যাচে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল।

ইউরো বাছাইয়ে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে মাঠে নামেননি পর্তুগিজ দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। মাঠের বাইরে থেকেই দেখেছেন গোল উৎসব। তবে জাতীয় দলের সতীর্থের সঙ্গে গোল উৎসব আর গোল আনন্দে শামিল না হতে পারলেও ক্লাবের হয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আল রাইদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণে ব্যস্ত রাখেন সাদিও মানে-রোনালদোরা। অন্যদিকে ছেড়ে কথা বলেনি আল রাইদও। পেয়েই আক্রমণে গিয়েছে দলটি। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন তিনি। এর কিছুক্ষণ পরেই ১০ জনের দলে পরিণত হয় আল রাইদ। মানেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বান্দে হোয়ায়িশি।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় আল-নাসর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে জালে বল জড়ান তালিসকা।

দল ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও তখনও গোল বঞ্চিত ছিলেন পর্তুগিজ মহাতারকা। যে কারণে তাকে কিছুটা হতাশই দেখাচ্ছিল। তবে শেষ পর্যন্ত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাও প্রত্যাশিত গোলের দেখা পেয়েছেন।

ম্যাচের ৭৮তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চলতি মৌসুমের সপ্তম গোলটি করেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়েও গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। এর আগে ম্যাচের ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় আল রাইদ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর।

এই জয়ের পর ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান আল-নাসরের।

বাংলাদেশ সময়: ১১:১৬:০৪   ৪০ বার পঠিত  




খেলা’র আরও খবর


বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা



আর্কাইভ