সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসব নতুন শনাক্ত ডেঙ্গুরোগীরা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৮ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঁচজন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল হয়েছেন এক হাজার ২১০ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ১১৮ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৩ ৫৮ বার পঠিত