একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন রুশ-মার্কিন নভোচারীরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন রুশ-মার্কিন নভোচারীরা
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন রুশ-মার্কিন নভোচারীরা

রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই দুই রুশ ও এক মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছলেন।

রুশ মহাকাশ সংস্থা রোসকসমসের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইউরো নিউজ।

রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, শুক্রবার রোসকসমস মহাকাশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চুবসহ নাসার নভোচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইনোকুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন। তিন ঘণ্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছায়। সেখানে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানি নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সঙ্গে যোগ দেন।
রাশিয়ার প্রায় ৫০ বছর পর চালানো চন্দ্রাভিযান গত মাসে ব্যর্থ হওয়ার পর মহাকাশ স্টেশনে গেল নভোচারীরা। আইএসএস হচ্ছে আমেরিকা ও রাশিয়ার সহযোগিতার একটি ব্যতিক্রমী ভেন্যু। এসব নভোচারী এমএস-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:২৮   ৪৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ