আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে চীন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর প্রথম দেশ হিসেবে কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৩ সেপ্টেম্বর) জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাও জিং তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের কাছে নিজের পরিচয়পত্র তুলে ধরেন।
চীনের দূতকে স্বাগত জানাতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রেসিডেন্টের ভবনে আখন্দের সঙ্গে যোগ দেন।
ঝাওয়েলের এই নিয়োগের ফলে তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বেইজিং এখনই কোনো ইঙ্গিত দেয়নি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক রদবদল। চীন ও আফগানিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। আফগানিস্তান নিয়ে চীনের নীতি স্পষ্ট ও সংগতিপূর্ণ।
দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের সরিয়ে নেয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ক্ষমতা দখল করে সশস্ত্রগোষ্ঠী তালেবান। এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৭ ৪৬ বার পঠিত