সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রতিষ্ঠাকল্পে জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।
বিলটির বিষয়ে শিল্প মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পখাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রমের উপর জোর দেয়া হয়েছে। গভর্ণমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্ডিনেন্স, ১৯৬১ রহিত করে এটিকে আধুনিকায়ন ও যুগোপযোগী করিয়া ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩’ শীর্ষক বিলটি সংসদে উপস্থাপন করা হয়েছে।
পরে শিল্প মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৪১   ৪৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে : আইজিপি
ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন চাল
রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে এসেছি: ভিডিও বার্তায় ইউন
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ফিরিয়ে আনার চেষ্টায় বিজিবি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকা



আর্কাইভ