নাটোরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



নাটোরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মাদক বিরোধী শপথ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

মাদক বিরোধী শপথ গ্রহণ এবং সমাবেশে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। জীবনকে ভালবাসতে হবে, সুন্দর করতে হবে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক বিরোধী সচেতনতা সৃস্টিতে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান জানান, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় চলতি অর্থ বছরে পর্যায়ক্রমে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী শপথ গ্রহণও সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৫   ৫৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ