নওগাঁয় আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নওগাঁয় আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



নওগাঁয় আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচরপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় কোর্ট চত্বরে নির্মাণ কাজের একটি ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান।
পরে বিচারপতি জে বি এম হাসান নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন।
নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বন্থ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিভিন্ন কোর্টের বিচারকবৃন্দ, পিপি, জিপিসহ বিভিন্ন কোর্টের আইন কর্মকর্তা,জেলা বারের কার্যনিবার্হী পরিষদের সদস্য এবং সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
৪৮ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভবন নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩১   ৪৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত



আর্কাইভ