মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ এবং আফরোজা হক বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর সংক্রান্ত ও ডিএনএ ল্যাবের বর্তমান কার্যক্রম ও করণীয় ; মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকের ১০(৪) নং সিদ্ধান্ত মোতাবেক ৩নং সাব-কমিটি কয়েকটি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করে রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হলে কমিটির পক্ষ হতে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে বিভিন্ন প্রকল্প/কর্মসূচি শেষ হওয়ার আগে মেয়াদ বৃদ্ধি করাসহ প্রয়োজনীয় সংখ্যক পদসৃজনের উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করে।

বৈঠকে ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর স্থাপনের জন্য সুবিধাজনক একটি স্থান নির্বাচন করার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ কর হয়।

এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা টাওয়ার আগামী ১৭ অক্টোবর/২০২৩ এ শুভ উদ্বোধনের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানগণসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৪   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ