‘মার্কিন ভিসা নি‌য়ে মানুষ চিন্তিত নয়’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘মার্কিন ভিসা নি‌য়ে মানুষ চিন্তিত নয়’
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



‘মার্কিন ভিসা নি‌য়ে মানুষ চিন্তিত নয়’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ মার্কিন ভিসা নিয়ে খুব একটা চিন্তিত নয়’। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলা‌দেশ : দ‌্যা ইয়ুথ পারস‌পেক‌টিভ’ শীর্ষক সে‌মিনা‌রে এ কথা ব‌লেন মন্ত্রী।

মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভিসা বাতিল হচ্ছে। এ বিষ‌য়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, ‘সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা আমাদের বিষয় না। এটা তাদের মাথাব্যথা, আমার না।’

মো‌মেন ব‌লেন, ‘একসময় ভারতবর্ষ ছিল মূল আকর্ষণ। এখন আর সে অবস্থা নেই। আমরা সেই বাংলা‌দেশ দেখ‌তে চাই, যেখা‌নে দূতাবা‌সগুলো আমাদের ডেকে ভিসা দেবে। মানু‌ষের ন্যায্য অধিকার বাড়িতে পৌঁছে যাবে। পাসপোর্ট পেতে তিন সপ্তাহ লাগবে না। এয়ারপোর্টে এসে কোনো অসুবিধা হ‌বে না।’

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘বাংলা‌দেশ তলা‌বিহীন ঝু‌ড়ির দেশ নয়। গত ক‌য়েক বছ‌রে স্থিতিশীলতা ও নেতৃত্বের পরিপক্বতার কার‌ণে বাংলা‌দে‌শ অন‌্য উচ্চতায় পৌঁ‌ছে গে‌ছে।’

সে‌মিনা‌রে বক্তব্য দেন সাবেক মুখ্য সচিব ও স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৪   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা



আর্কাইভ