আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



আর্জেন্টাইনদের হৃদয় জয় করেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে সমর্থন করে বাংলাদেশিরা আর্জেন্টাইন জনগণের হৃদয় জয় করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। গতকাল শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জি২০ সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দূতাবাস খোলার জন্য আর্জেন্টিনাকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আর্জেন্টিনার সঙ্গে খেলাধুলা, কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াকরণের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নয়াদিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তাঁরা শিল্প, ব্যবসা ও বাণিজ্য এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়েছেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৭:১৪   ৭২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের



আর্কাইভ