ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়বে আজ

প্রথম পাতা » খেলা » ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়বে আজ
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়বে আজ

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভারতের কাছে হেরে শুরু করে বাংলাদেশ। ফাইনালে তাদেরকেই পেল লাল-সবুজের কিশোররা। আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ফাইনাল।

এ-গ্রুপে ভারতের কাছে হারলেও নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মোর্শেদ আলীরা। আর সেমিতে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে।

ফরোয়ার্ড মো. মোর্শেদ আলী বলে, ‘ইনশাআল্লাহ ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে গোল করে দেশের জন্য ট্রফি নিয়ে যাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন: ভাঙল হৃদয় সব হারাল বাংলাদেশ

আরেক ফরোয়ার্ড আবু সাইদ বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। পাকিস্তানের বিপক্ষে নিজে গোল করে এবং অ্যাসিস্ট করে দলকে জেতাতে পেরেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। আমাদের ফরোয়ার্ড লাইনের লক্ষ্য থাকবে এই ম্যাচেও দলকে জেতানো।’

বাংলাদেশ সময়: ১২:০৩:০৯   ৪১ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ