ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১ তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে কমিটি সদস্য মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ বৈঠকে অংশগ্রহন করেন।
“বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ( সংশোধন) বিল ২০২৩” বিশদভাবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে সংসদীয় কমিটি।
স্থায়ী কমিটির রিপোর্টসহ অত্র বিলটি জাতীয় সংসদে চলতি অধিবেশন বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বিএসএমএমইউ এর উপাচার্যসহ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, স্বস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১০:০৩ ৪৯ বার পঠিত