ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি রাজনীতি করি সাধারণ জনগণের জন্য। আমার রাজনীতি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য। এখন আমি জনগণের পাশে আছি, আগামীতেও থাকবো। তাই আমি পায়ে হেটে কাঁদা-পানি ভেঙে জনগণের পাশে ছিলাম।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে চর বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গি গ্রামে ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী জাফরউল্লাহ সাড়ে চার বছর পরে হেলিকপ্টারযোগে এখন জনগণের ভোট চাইতে আসছে। করোনা মহামারি ও ভয়াবহ বন্যায় আপনি কোথায় ছিলেন জনগণ জানতে চায়।
মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান, কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ০:০৪:২৯ ৪২ বার পঠিত