নেতা ছাড়া বিএনপি মানুষের জন্য কি কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » নেতা ছাড়া বিএনপি মানুষের জন্য কি কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



নেতা ছাড়া বিএনপি মানুষের জন্য কি কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি এমন একটি দল, যে দলের কোনো নেতা নেই। সেই দল ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য বদলে কি কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যলয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তারেকের মত বিএনপি নেতা লন্ডনে পালিয়ে আছে। সে কিভাবে বাংলাদেশের নেতৃত্ব দিবে। তারেক রহমান বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে। গ্রেনেড হামলায় সে সাজাপ্রাপ্ত। খালেদা জিয়া নিজেই একজন অসুস্থ্য লোক। ১০ বছরের জেল হয়েছে। শেখ হাসিনার বদলৌতে জেলের বাহিরে রয়েছে সে। তারা এ দেশকে কিভাবে ভাল রাখবে।

তিনি আরো বলেন, বিএনপিকে ভোট দিলে হানাহানি হবে। বিএনপি হচ্ছে কয়লা, হিরা নয়, কয়লা থেকে হিরা পাওয়া যায় না। তাই আগামী নির্বাচনে আপনারা কয়লা বেছে নিয়েন না। বালুতে যেমন পানি দিলে গাছ জন্মায় না। বিএনপি হচ্ছে কয়লা ও বালু চর। তাদের বেছে নিলে হিরা পাওয়া যাবে না আর বালু চরে গাছ জন্মাবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই ছিল বিএনপির সৃষ্টি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা মাকায় ভোট প্রার্থনা করেন তিনি।

হরগজ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৭   ৬৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ