আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এস. এম. ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় শহরের হ্যাপির মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি বর্ণার্ঢ্য র্যালি বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪০ ৪২ বার পঠিত