কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন কীভাবে হবে, সেটা সংসদে আইন পাস করা আছে। নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে, তাকে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০০   ৪৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ