প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন : সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন : সমাজকল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত “এডভোকেসি মিটিং ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অব টিবি ইন বাংলাদেশ” শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথ বলেন।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, যক্ষা নির্মূলে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা দিচ্ছে। দেশের স্বাস্থ্য খাত যে কোন সংক্রামক রোগ নির্মূলের সক্ষমতা অর্জন করেছে। সকল সংক্রামক ও কমিউনিটি ডিজিজ মোকাবেলায় বাংলাদেশ অত্যন্ত সফল।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য, চিকিৎসক ও উন্নয়ন কর্মীগণ আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৮   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ