বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

প্রথম পাতা » খুলনা » বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলিচাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী হাওলাদার গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা নামক এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপর দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক মো. আজগর আলী হাওলাদার নিহত হন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রলিটি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নেই। তবে ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৭   ৪১ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ