ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকা থেকে ৬৭ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র্যাব-১৪।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ রেলক্রসিং সংলগ্ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো. শহিদুল ইসলাম শহিদ (৪৩) ও মো. রাশেদ (২১)।
ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের কাছে ৬৭ কেজি গাঁজা পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া একটি সাদা রঙের পুরাতন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মাদককারবারি চক্রের সদস্য। দুজনই মাদক ব্যবসা পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশল অবলম্বন করতো, জানিয়েছে র্যাব।
আসামিদের ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ছেন র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৯ ৪০ বার পঠিত