গাইবান্ধার সাঘাটায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলার সাঘাটা-জুমারবাড়ি সড়কের ডাকবাংলা বাজার এলাকায় দুটি ভ্যানসহ চালগুলো জব্দ করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান জানান, দুটি ভ্যানে করে সরকারি চালগুলো নিয়ে যাওয়ার সময় রাস্তায় স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুই ভ্যানচালক পালিয়ে যায়। ৩৫টি বস্তায় আনুমানিক ১২০০ কেজি চাল রয়েছে। তবে কোথা থেকে ওই চালগুলো আনা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০:৫৮:১৬ ৪১ বার পঠিত