যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইট ক্লাবে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে হাসপাতালের গাড়িটিকে গুলি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে।

বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে গোলাগুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসলে তাদের গাড়ি লক্ষ্য করে আবারো গুলি চালানো হয়। তবে হামলাকারী সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:৪১:২৯   ৩৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ