বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৩৬) নবীগঞ্জ সেনায়াদ্দা এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে ইসমাইল (৬২) ও বন্দর বাড়ীপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে রনি (২৮)।

গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১০ (৯)২৩।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৫   ৫৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ