সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটসদের কর্মবিরতি

প্রথম পাতা » ছবি গ্যালারি » সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটসদের কর্মবিরতি
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটসদের কর্মবিরতি

চার দফা দাবি আদায়ে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছে ম্যাটস ইন্টার্নিরত ডিপ্লোমা চিকিৎসকরা।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আড়াইশো শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত অর্ধশতাধিক ডিপ্লোমা চিকিৎসক অংশগ্রহণ করেন।

ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের দাবিগুলো হলো: কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, উচ্চ শিক্ষার সুযোগ দান, অসংগতি পূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড স্থাপন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদ, বিডিএমপির সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমদ, সহসভাপতি অমিত দাস ও ডা. মাযহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৬   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ