গ্রীষ্ম কালীন টমেটো চাষ করে সুদিন ফিরেছে নাসিরনগরের চাষিদের

প্রথম পাতা » চট্রগ্রাম » গ্রীষ্ম কালীন টমেটো চাষ করে সুদিন ফিরেছে নাসিরনগরের চাষিদের
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



গ্রীষ্ম কালীন টমেটো চাষ করে সুদিন ফিরেছে নাসিরনগরের চাষিদের

গ্রীষ্মকালীন টমেটো চাষ করে এবার সুদিন ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাষিদের। হাওরের এ জনপদে প্রায় ৪০০ বিঘা জমিতে বারি-৮ ও মঙ্গলরাজা জাতের টমেটো এবার চাষ করেছেন কৃষকরা।
এ বছর জেলার নাসিরনগর উপজেলা থেকে অন্তত ২০ কোটি টাকার টমেটো বাজারজাত হবে। এতে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এতে তারা স্বাবলম্বী হয়েছে। কৃষি জমির পাশাপাশি বাড়ির আঙ্গিনাতে করা টমেটো বাগানে কর্মসংস্থান হয়েছে কয়েকশ মানুষের।
জানা যায়, হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি বছর প্রায় ৪০০ বিঘা জমিতে টমেটোর আবাদ হয়েছে। আবাদ করা টমেটো বাগানগুলোর বেশিরভাগই বাড়ির আঙ্গিনায় করা। ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরাও। বাগান থেকেই আকার ও মান ভেদে প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা দরে।
নাসিরনগর উপজেলার কয়েকটি টমেটো বাগান ঘুরে দেখা যায়, কেউ ঘাস পরিষ্কার করছেন। কেউ আবার ওষুধ ছিটাচ্ছেন। অনেক কৃষক নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও টমেটোর চাষ করেছেন।
উপজেলার পূর্বভাগ ইউনিয়নে গিয়ে দেখা মেলে কৃষক রমিজ মিয়ার (৮৫) সঙ্গে। তিনি তার তিন ছেলেকে নিয়ে জমি থেকে পাকা টমেটো তুলছেন। তিনি জানান, সারা বছর এ জমি পতিত পড়ে থাকত। হঠাৎ করে মাস তিনেক আগে কৃষি অফিসের লোকজন এসে বলল, গ্রীষ্ম কালে টমেটোর চাষ করা যায়। পরে তাদের পরামর্শে ৪০ হাজার টাকা খরচ করে জমিতে টমেটোর চারা রোপণ করেন। এখন পর্যন্ত দুই লাখ টাকার টমেটো বিক্রি করেছেন।
গোকর্ণ ইউনিয়নের আরেক কৃষক আবুল হাসেম বলেন, আমি ৬০ শতাংশ পতিত জায়গা মহাজন থেকে বর্গা নিয়ে আগাম জাতের টমেটো চাষ করেছি। আমার খরচ হয়ছে ৫৫ হাজার টাকা। আমি এ পর্যন্ত তিন লাখ টাকার টমেটো বিক্রি করতে পেরেছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, আমরা গ্রীষ্মকালীন সবজি চাষের উদ্যোক্তা তৈরি করছি। বিশেষ করে নাসিরনগরে টমেটা চাষ করার ব্যাপারে। টমেটো ফলন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৫   ৩৯ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ