কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭

প্রথম পাতা » ছবি গ্যালারি » কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর থানায় সাতজন, নাগেশ্বরী থানায় তিনজন ও চিলমারী থানায় দুইজন।

এছাড়া সিআর ওয়ারেন্টমূলে সদর থানায় তিনজন, রাজারহাট থানায় তিনজন, উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় দুইজন, নিয়মিত মামলায় সাতজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে সাতজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৪   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে
ময়মনসিংহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ৬ নেতা আহত
নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান
শিল্পীর প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না : মিমি চক্রবর্তী
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ



আর্কাইভ