ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী কে নির্যাতনে স্বামী আলী আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিত স্ত্রী জেয়াসমীন আক্তার। অভিযুক্ত স্বামী আলী আকবর (৬০) কে শনিবার (২ সেপ্টম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আলী আকবর ফতুল্লা থানার সেহাচর তক্কারমাঠ এলাকার মৃত কাশেম আলীর পুত্র। মামলায় উল্লেখ করা হয়, ৩০ বছর পূর্বে গ্রেফতারকৃত আলী আকবরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে গ্রেপ্তারকৃত আলী আকবর যৌতুকের দাবীতে তাকে প্রায় সময় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

তিনি স্বামীর চাহিদা মোতাবেক যৌতুকের টাকা না দেওয়ায় প্রতিনিয়ত তাকে মারধর করতে থাকে এবং স্ত্রী জেয়াসমিন আক্তার কে তার নিজ নামীয় জায়গা তার নামে লিখে দিতে বলে, না হয় বাবার বাড়ী থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে যৌতুকের টাকা না দিলে তাকে তালাক দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে গড় সংসার করবে এই বলে স্ত্রী জেয়াসমীন আক্তার কে বিভিন্ন সময় শারীরিকও মানসিক নির্যাতন করতো।

নির্যাতনের শিকার ভুক্তভোগী জেয়াসমীন আক্তার নারায়ণগঞ্জ আদালতে স্বামী আলী আকবরের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান-১ জানান, আলী আকবরের স্ত্রী নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৩   ৬৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ