ছাত্রলীগের ছাত্রসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ছাত্রলীগের ছাত্রসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ছাত্রলীগের ছাত্রসমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রসমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর তিনি ছাত্রসমাবেশের মঞ্চে ওঠেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইতোমধ্যেই সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়ে জমায়েত ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত। বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে ছাত্র-জনতা।

সারাদেশ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪০   ১২৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় ইসরায়েলি গণহত্যা, মিছিলে মিছিলে উত্তাল ময়মনসিংহ
গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ
বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না: প্রধান বিচারপতি
পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা
শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি: সিনিয়র সচিব



আর্কাইভ