ইউক্রেনে সংঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসংঘ প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে সংঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসংঘ প্রধান
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ইউক্রেনে সংঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমানে ইউক্রেনের সংঘাতের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি উল্লেখ করেন, ‘আশা কখনো শেষ হয় না, তবে আমি অবশ্যই মিথ্যা বলব যদি আমি বলি যে আমি বিশ্বাস করি আমরা অবিলম্বে ইউক্রেনে শান্তির সম্ভাবনা দেখছি।’
খবর তাস’র
ইউক্রেন পরিপ্রেক্ষিতে কোন অগ্রগতি হয়েছে কিনা এই প্রশ্নে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এখনও সেখানে নেই, এবং এই কারণেই বিশ্বের নাটকীয় নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থা নেওয়া এতো গুরুত্বপূর্ণ।’
ইউক্রেন ইস্যুটি ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৬   ৪৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ