ফরিদপুরের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বারকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-২।
দীর্ঘ ৪ বছর ধরে পলাতক আওয়ালকে বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানিয়েছেন।
২০১৯ সালের আগস্ট মাসে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও মিরাজুল ইসলামসহ কয়েকজনের ওপর হামলা করেন আওয়ালসহ তার সহযোগীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন।
এ ঘটনায় নগরকান্দা থানায় আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ঘটনার পর থেকেই আওয়াল ছিলেন পলাতক। তিনি দীর্ঘ ৪ বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:০৭ ৪৬ বার পঠিত